স্পোর্টস ডেস্ক : গতকাল শনিবার সিলেট থান্ডারের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ৬২ বলে ৮৭ রানের ইনিংসটি ছিল ম্যাচ ও সিরিজ সেরা ইনিংস। ওপেনিংয়ে নেমে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটিং অর্ডারের শীর্ষে ব্যাট করা প্রসঙ্গে কথা বলেন মিরাজ।
খুলনা টাইগার্সের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে মিরাজ বলেন, “প্রথমেই ধন্যবাদ জানাতে চাই টিম ম্যানেজমেন্টকে। ওপেনিংয়ের কথা যখন বলেছিলেন আমিও বলেছিলাম- হ্যাঁ আমি পারব। প্রথম ম্যাচে দুর্ভাগ্যবশত ২ বল খেলে ০ রানে আউট হয়ে যাই। দ্বিতীয় ম্যাচে ভালো শুরু করেও ১২ রান করে আউট হয়ে যাই। আজকে আল্লাহর অশেষ রহমতে খুব ভালো হয়েছে। তারা আমার উপর ভরসা রাখায় খুব ভালো লাগছে। তারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমার বিশ্বাসও অনেক বেশি ছিল।”
তিনি আরো বলেন, “সুজন স্যার, কোচ, মুশফিক ভাই তারাই সবসময় সিদ্ধান্ত নেন। ম্যানেজার নাফিস ভাইও বলেছেন। অর্থাৎ টিম ম্যানেজমেন্টে যারা আছেন তারা আলাপ করেই সিদ্ধান্তটা নিয়েছেন। অধিনায়ক আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমার সাথে সব সময় কথা বলেছেন- তুই কিন্তু ব্যাটিং করতে পারিস, এশিয়া কাপেও ওপেন করেছিস, এই বিশ্বাস নিজের মধ্যে রাখতে পারলে সফল হবি।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।