ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন সাব্বির

সাব্বির

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ উপলক্ষ্যে দলকে নতুনভাবে সাজাচ্ছেন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম।

এশিয়া কাপের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে তার অধীনে আজ থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে টাইগাররা।

খেলোয়াড়দের পরখ করে নিতে জাতীয় দলকে দুই ভাগে মিরপুর শেরেবাংলা গ্রাউন্ডে নামিয়ে দিলেন শ্রীরাম। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এই অনুশীলনে আছেন এইচপির কয়েকজন ক্রিকেটারও।

আর সেই প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে নেমে ঝড় তুললেন সাব্বির রহমান। প্রথম ৪ ওভারের খেলায় ২ ছক্কায় ২৯ রানে অপরাজিত আছেন এই হার্ডহিটার।
সাব্বির
সাব্বিরের সঙ্গে ওপেনিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজও। কিন্তু ব্যক্তিগত ৪ রানের মাথায় রানআউট হয়ে ফেরেন তিনি।

ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। মোস্তাফিজুর রহমানের বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি।

নাজমুলের আউটের পর পরই বৃষ্টি নামে। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান খেলোয়াড়রা।

বৃষ্টির আগ পর্যন্ত স্কোর – ৪ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলেছে প্রথমে ব্যাট করা দল।

ফাইনালে হারের সব দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন শাদাব