ওপেন সোর্স বলতে বুঝায় নির্দিষ্ট প্রোগ্রামের সোর্স কোড ব্যবহারকারী নিজের ইচ্ছামত মডিফাই করতে পারবেন এবং চাইলে তিনি ডেভেলপ করতে পারবেন। ওপেন সোর্স কম্পিউটিং সিস্টেম এখন আপনার হাতের মুঠোয় আসতে যাচ্ছে।
আপনার হাতের স্মার্টফোন শীঘ্রই ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবে। জার্মানভিত্তিক প্রতিষ্ঠান MNT Research ওপেন সোর্সের উপর ভিত্তি করে একটি ল্যাপটপ নির্মাণ করেছে।
এ ডিভাইসের স্ক্রিনের সাইজ ৭ ইঞ্চি। এটির সাইজ এত ছোট যে আপনার পকেটের মধ্যেও ফিট হবে। এ প্রতিষ্ঠান এমন ডিভাইস নির্মাণ করতে সক্ষম হয়েছে যার ডিসপ্লের সাইজ ৫ ইঞ্চি।
MNT Research বিশ্বাস করে যে ব্যবহারকারী তার চাহিদা অনুযায়ী ডিভাইসটি ব্যবহার করবেন। সেজন্য ওই নির্দিষ্ট সফটওয়্যার বা প্রোগ্রামের সোর্স কোড মডিফাই করার প্রয়োজন হতে পারে।
একজন ব্যবহারকারী সবথেকে ভালো বলতে পারবেন কোন ফিচার তার সবথেকে বেশি দরকার এবং কোনগুলি তার জন্য অপ্রয়োজনীয়। এজন্য সোর্স কোড যেন মডিফাই করা যায় তার ব্যবস্থা থাকা দরকার।
MNT Research বিশ্বাস করে যে বর্তমান সময় ওপেন সোর্সভিত্তিক হার্ডওয়ার খুবই গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি শুধু সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ওপেন সোর্সের উপর ভিত্তি করে নির্মান হোক সেটা চান না বরং এটি আরো বৃহৎ পরিসরের যেনো জন্য ব্যবহৃত হতে পারে তার জন্য গবেষণা প্রয়োজন।
তাদের তৈরি করা ওপেন সোর্স ভিত্তিক ল্যাপটপ ভবিষ্যৎ এ সফটওয়্যার ভিত্তিক প্রযুক্তি কেমন হতে পারে তার আভাস দিচ্ছে। মনে হচ্ছে ওপেন সোর্স কম্পিউটিং প্রযুক্তিগত সেক্টরে বিপ্লব ঘটাতে যাচ্ছে। তাদের তৈরি করা ডিভাইসটি ওপেন সোর্সের উপর ভিত্তি করে তৈরি করা হলেও সেখানে Nvidia এর গ্রাফিক্স কার্ড এবং ৩২ বিট ভিত্তিক ইন্টেলের প্রসেসর ব্যবহার করা হয়েছে।
MNT Research এর তৈরি করা ওপেন সোর্স ভিত্তিক ডিভাইস শীঘ্রই বাজারে উন্মুক্ত করা হবে। বর্তমান সময়ে ওপেন সোর্স ভিত্তিক হার্ডওয়্যার মার্কেটে নেই বললেই চলে। তবে MNT Research প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ এ ওপেন সোর্সের প্রজেক্ট যেন প্রযুক্তিপ্রেমীদের জন্য উপকারী হতে পারে সে জন্য গবেষণা চালিয়ে যাবে ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।