ওবায়দুল কাদেরের উপহার পাওয়া ঘড়ি নিয়ে যা বললেন আসিফ নজরুল

জুমবাংলা ডেস্ক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে এক বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। ওই ফেসবুক স্ট্যাটাসে ড. আসিফ নজরুল সম্প্রতি কাদেরের উপহার নেয়ার বিষয়টিকে তিনটি প্রশ্নের মাধ্যমে তীব্র সমালোচনার মুখে ফেলেছেন। পাঠকের উদ্দেশে তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-

“ওবায়দুল কাদেরকে তিনটি প্রশ্ন। জনাব ওবায়েদুল কাদের বলেছেন তাকে ভালোবেসে মানুষ ৩০/৪০ লাখ টাকা দামের ঘড়ি দিয়েছেন। জানতে ইচ্ছে করে ভালবাসার এ মানুষরা কারা? সন্দেহজনক কোন উপহার পেলে তা গ্রহন করতে হবে এমন কোন কথা নেই।

ওবায়দুল কাদের, নিজের বৈধ উপার্জনের সাথে পুরোপুরি সঙ্গতিবিহীন এসব উপহার গ্রহণ করা ও পরিধান করা আপনার ঠিক হয়েছে কি? শেষ প্রশ্ন। ভালাবাসার জিনিস গ্রহনে কোন সমস্যা না থাকলে এ সংবাদ প্রকাশেও সমস্যা থাকার কথা না। তাহলে সংবাদটি প্রকাশ করা নেত্র নিউজের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছিল কেন? সংবাদটি গোপন রাখার চেষ্টা হয়েছিল কেন?”