সৌদি আরব এবার ওমরাহ পালনের জন্য নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়ম অনুসারে ভিসা আবেদন, হোটেল বুকিং এবং পরিবহনসহ সব প্রক্রিয়া সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এছাড়া মানতে হবে অন্তত ১০টি বিশেষ শর্ত, যা বিদেশি নাগরিকদের ভ্রমণকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মে অন্তর্ভুক্ত প্রধান দিকগুলো হলো:
হোটেল বুকিং বাধ্যতামূলক: ভিসা আবেদন করার সময়ই হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপ থেকে বেছে নিতে হবে।
আত্মীয়ের বাসায় থাকলে সৌদি আইডি লাগবে: হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সফর পরিবর্তন হলেও একই সিস্টেমে হালনাগাদ করতে হবে।
পর্যটক ভিসায় ওমরাহ নয়: পর্যটক ভিসায় ওমরাহ পালন করা যাবে না, মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ।
ওমরাহ ভিসা বাধ্যতামূলক: ওমরাহ ভিসা নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে, ই-ভিসা বা অনুমোদিত অপারেটরের মাধ্যমে।
কঠোর ভ্রমণসূচি নিয়ম: সফরসূচি জমা দিতে হবে; সময় পরিবর্তন বা স্থগিত করা যাবে না। সময় অতিক্রম করলে জরিমানা দিতে হবে।
কিছু দেশের জন্য ভিসা অন অ্যারাইভাল: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা বা শেনজেন দেশগুলোর নাগরিক শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা পাবেন।
বিমানবন্দরে বুকিং যাচাই: আগমনের পর হোটেল ও পরিবহন বুকিং যাচাই করা হবে।
অনুমোদিত ট্যাক্সি ও পরিবহন বাধ্যতামূলক: শুধুমাত্র নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে।
হারামাইন ট্রেনের নির্দিষ্ট সময়: রাত ৯টার পর ট্রেন চলবে না; এ সময়ের পর অনুমোদিত পরিবহন বুক করতে হবে।
নিয়ম ভাঙলে কড়া জরিমানা: নিয়ম লঙ্ঘন করলে হজযাত্রী ও এজেন্ট উভয়ের ওপর ভারী জরিমানা আরোপ করা হবে।
নতুন নিয়মগুলো বিদেশি নাগরিকদের ভ্রমণকে স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে, তবে এ নিয়ে সচেতন থাকার প্রয়োজন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।