Advertisement
স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসান ক্রিকেট থেকে নির্বাসিত থাকছেন এক বছর। গুঞ্জন চলছিল দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাবেন বিশ্বসেরা এই অল রাউন্ডার। অবশেষে সেই গুঞ্জন পরিণত হয়েছে গুজবে। পবিত্র ওমরাহ পালন করতে গত বৃহস্পতিবার দেশ ছাড়েন সাকিব।
যদিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমকে এই ব্যাপারে কিছুই বলেননি এই ক্রিকেটার। বিসিবির লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান রাতে নিজের ফেসবুকে সাকিবের সাথে একটি ছবি পোস্ট করে জানান সাকিবের ওমরাহ পালন করেতে দেশ ছাড়ার বিষয়টি।
ক্যাপশনে তিনি লিখেন, ওমরাহ পালন করতে জেদ্দার উদ্দেশ্যে রওনা হচ্ছেন সাকিব। তাঁর জন্য আমার দোয়া রইল।
জানা গেছে গতকাল রাত ২.৪০ মিনিটে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন সাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।