ওমান উপসাগরে অভিযান চালিয়ে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত থেকে শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে জাহাজটিকে আটক করা হয়। বার্তাসংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।
দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়েছে।
জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয় প্রতিবেদনে।
উল্লেখ্য, ইরানি বাহিনী প্রায়ই উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে। ইরানে খুচরা জ্বালানির দাম খুব কম হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।
গত মাসেও অননুমোদিত পণ্য বহনের অভিযোগে উপসাগরীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে ইরান। সবশেষ এই জব্দের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার দুই দিন পর।
ওয়াশিংটনের মতে, জাহাজের ক্যাপ্টেন ভেনেজুয়েলা এবং ইরান থেকে তেল পরিবহন করছিলেন। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস এবং হিজবুল্লাহর সাথে সম্পর্কের অভিযোগে ২০২২ সালে মার্কিন ট্রেজারি ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা জারি করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



