যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে যাত্রী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওমানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, করোনাভাইরাস মোকাবেলার অংশ হিসেবে ওমান ওই উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তান থেকে ওমানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওমান সময় আগামী শনিবার সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় শনিবার রাত ৮টা) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ওমান নিউজ এজেন্সি জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। ওমানের নাগরিক, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবেন। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে ওমানে যাওয়ার পর তাঁদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। ওমানের করোনাবিষয়ক সুপ্রিম কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।