ট্যাভেল ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়া বাংলাদেশিদের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করেছে ওমান। এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সেখানে ফ্লাইটের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আজ সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।
ঘোষণায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিক যাদের করোনা টিকার দু’টি ডোজ নেওয়া আছে তারা এখন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।
করোনা সঙ্কট ভয়াবহ রূপ নিলে চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ করে দেয় ওমান সরকার। দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে মোট বাংলাদেশি অভিবাসী কর্মী আট লাখ। এতদিন ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন তাদের অনেকেই। তবে দীর্ঘদিন পর হলেও স্বস্তি মিলেছে এসব অভিবাসী কর্মীদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।