ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন আইন ‘স্টপ ক্লক’ চালু হতে চলেছে। ফিল্ডিং করা দলকে নতুন ওভার শুরু করার জন্য মাত্র এক মিনিট সময় দেওয়া হবে। দেরি হলে পেনাল্টির ব্যবস্থা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।
তাছাড়া টেস্ট ক্রিকেটের প্রতি জনপ্রিয়তা বাড়ানোর জন্য সাড়ে ১৪ লাখ টাকা পারিশ্রমিকের কথা চিন্তা করছে দুই শক্তিশালী ক্রিকেট বোর্ড। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ’টাইমড আউট’ নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছে যে, এটি ক্রিকেটের চেতনার সাথে সম্পর্কিত নয়। এরই মধ্যে নতুন এক আইনের অনুমতি দিল আইসিসি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চালু হতে যাচ্ছে স্টপ ক্লক। কী আছে এই আইনে?
ফিল্ডিং দল যখন একটি ওভার শেষ করে নতুন ওভারের বোলিং করতে যাবে তখন মাঝখানে এক মিনিট সময় পাবে। এক মিনিট শেষ হবার আগেই নতুন ওভার শুরু করতে হবে। প্রতিবার নিয়ম ভাঙ্গার জন্য পেনাল্টির ব্যবস্থা থাকবে।
অন ফিল্ড আম্পায়ার ফিল্ডিং দলকে দুইবার সতর্ক করে দিবে। তৃতীয়বার নিয়ম ভঙ্গ করলে ব্যাটিং দলের স্কোরবোর্ডে জমা হবে ৫ রান। এরপর যতবার নিয়ম ভাঙ্গা হবে ততবার ৫ রান করে যোগ করা হবে। তবে ডিআরএস বা অনিবার্য কারণবশত ওভার শুরু করতে দেরি হলে কোন রান যোগ হবে না বা পেনাল্টি হবে না।
গেলো বছরের নভেম্বর মাস থেকে আইসিসি এই নিয়মটি পরীক্ষামূলকভাবে চালাচ্ছে। তাতে সফলতা পেয়েছে এই সংস্থা। প্রতি ম্যাচে অন্তত ২০ মিনিট করে সময় বাঁচানো যায়। এক জুন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ম প্রয়োগ করে দেখবে আইসিসি।
দুবাইয়ের সম্প্রীতি শেষ হওয়া সভায় টেস্ট ক্রিকেটের প্রতি জনপ্রিয়তা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। এক্ষেত্রে ম্যাচ ফি বাড়ানোর কথা জানিয়েছে বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড। টেস্ট প্রতি ক্রিকেটে সাড়ে ১৪ লাখ টাকা পারিশ্রমিকের কথা চিন্তা করছে সবাই। এতে তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট খেলতে আরো আগ্রহী হবে বলে ধারণা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।