চ্যাট জিপিটি সাধারণত ওয়েবসাইটের কনটেন্ট ব্যবহার করে থাকে। আপনার নিজের কনটেন্ট যেন চ্যাট জিপিটি ব্যবহার করতে না পারে সেজন্য তা ব্লক করার কোন পদ্ধতি আছে কিনা ও তার প্রভাব সম্পর্কে আজকের আর্টিকেল আলোচনা করা হবে।
চ্যাট জিপিটিকে আপনি একটি বড় ধরনের ল্যাঙ্গুয়েজ মডেল বলতে পারেন। এটি বিভিন্ন ধরনের কনটেন্ট ব্যবহার করে নিজেকে প্রশিক্ষণ দিয়ে থাকে। এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমকে এভাবেই তৈরি করা হয়েছে।
বিভিন্ন ওপেন সোর্স ডাটাবেজ থেকে চ্যাট জিপিটি তথ্য সংগ্রহ করে থাকে। যে সকল সোর্স সবথেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে:
- Wikipedia
- Government court records
- Books
- Emails
- Crawled websites
অনেক প্ল্যাটফর্ম এবং সাইট আছে যাদের মাধ্যমে চ্যাট জিপিটি বিশাল পরিমাণ তথ্য জোগাড় করে থাকে। আমাজন ডাটাসেট, গুগল ডাটাসেট, উইকিপিডিয়া পোর্টাল ইত্যাদি দ্বারা চ্যাট জিপিটিকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ ডাটাসেট এর নাম উল্লেখ করা হলো:
- Common Crawl (filtered)
- WebText2
- Books1
- Books2
- Wikipedia
ওয়েবসাইট পাবলিশার যদি এআই বট ব্লক করে দেয় সেক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। সার্চ ইঞ্জিনের মাধ্যমে যেসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম ব্যবহার করে Crawl করা হয় তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
ডাটাসেট থেকে হয়তো আপনি কনটেন্ট রিমুভ করতে পারবেন না তবে এআই বট ব্লক করে দিলে মার্কেটিং এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে বাঁধার সৃষ্টি হবে। যেসব কোম্পানি বিজ্ঞাপনের উপর নির্ভর করত তারা দূরে সরে যাবে। অর্থাৎ আপনার সাইটে অনেক কোম্পনি বিজ্ঞাপন দিতে চাইবে না।
বর্তমানে এই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে যে পাবলিশার বা যিনি কন্টেন্ট উৎপাদন করছেন তার অনুমতি না নিয়ে চ্যাট জিপিটি তথ্য গ্রহণ করে ব্যবহার করলে তা ন্যায়সঙ্গত কিনা।
বর্তমানে এআই সিস্টেমকে ব্লক করে দেওয়া অনেক কঠিন কাজ হলেও হয়তো ভবিষ্যতে ওয়েবসাইট পাবলিশারের হাতে এ ধরনের কন্ট্রোল থাকতে পারে। পাবলিশার নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে এআই বট ব্লক করা হবে নাকি সচল থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।