স্পোর্টস ডেস্ক : ‘নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সেখানে সাকিবের নাম নেই।’
টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে থেকে অবসর নেননি সাকিব আল হাসান। তবে তাকে ওয়ানডে দলেও রাখা হচ্ছে না।
জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটিমাত্র ওয়ানডে সিরিজ খেলবে। সেই সিরিজে সাকিবকে বাদ রেখে দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকেরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সেখানে সাকিবের নাম নেই।
ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের মনে হয়েছে, নানা কারণে এ মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি, সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগ খেলা আর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জিনিস নয়। সে কারণেই আমরা মনে করেছি, সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে।’
বর্তমানে বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি-টেন লিগে খেলছেন সাকিব। টুর্নামেন্টটি শুরুর আগে ক্যারিবীয় সফরে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। টুর্নামেন্টটির ‘প্রেস মিট’ অনুষ্ঠানে বাংলা টাইগার্সের অধিনায়ক হয়ে বলেছিলেন, ‘এই টুর্নামেন্টের পরেই (বাংলাদেশ দলে ফিরব)।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।