জুমবাংলা ডেস্ক : শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ কুঁচকিতে চোট পান নাজমুল হোসেন শান্ত। সেই চোটে শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এর পর বিসিবি জানিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল জানিয়েছে, শান্তর বিকল্প হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন শাহাদাত হোসেন দিপু।
৪ টেস্ট খেলে সব মিলিয়ে করেছেন ১১৮ রান করা দিপুর অভিষেক হয় নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের নভেম্বরে। সবশেষ টেস্ট খেলেছেন চলতি বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টেস্ট সিরিজ।
৩০ নভেম্বর জামাইকায় শুরু হবে দ্বিতীয় ও শেষে টেস্ট। তারপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
বাংলাদেশ দল : শাহাদাত হোসেন দিপু, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মাহিদুল ইসলাম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ফক্স নিউজের হেগসেথকে বেছে নিলেন ট্রাম্প
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।