ওরিয়ন গ্রুপের চেয়ারম্যানের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

Orion Group

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান নিয়ে আদালত তার রায় প্রকাশ করেছে। চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার পরিবারের ৩ সদস্যের বিদেশ যাত্রা আদালতে নিষেধাজ্ঞা জারি করেছে। আজ ১৭ ফেব্রুয়ারি এই আদেশ ঘোষণা করেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব। এ বিষয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন।

Orion Group

ওবায়দুল করিমের স্ত্রী আর্যাদা করিমের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাছাড়া এ তালিকায় রয়েছেন জেরিন করিম ও সালমান ওবায়দুল করিম। দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই মন্তব্য করেন। অর্থ পাচারের অভিযোগ থাকায় অনুসন্ধান করছিল দুর্নীতি দমন কমিশন।

আবেদনে দুদক বলেছে, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও কোম্পানির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানে পাওয়া তথ্য-প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগ ওঠা ব্যক্তিরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন; তাই তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করে দুদক।

গত সেপ্টেম্বরে ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেয় আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।