কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে বিপুল অর্থ ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি পাওয়া গেছে বিভিন্ন মনোবাসনার চিরকুট। এর মধ্যে একটি নাম-পরিচয়হীন চিঠিতে লেখা ছিল- হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পাগলা মসজিদের ১৩টি দান সিন্দুক খোলা হয়। দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খোলার পর এতে পাওয়া গেছে রেকর্ড পরিমাণ ৩৫ বস্তা টাকা, পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা।
মসজিদ প্রশাসন সূত্র জানায়, দানবাক্সের টাকা গণনায় প্রায় ৫০০ জনের একটি দল অংশ নেয়। গণনা কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা, মসজিদ কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। এখনও পর্যন্ত চলছে গণণা।
নির্বাচন নিয়ে শঙ্কা কেটে গেছে, তবে ষড়যন্ত্র থেমে নেই : মির্জা ফখরুল
চিঠিটি দানবাক্সে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



