রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদুর রহমানকে বদলি করে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ প্রশাসনেও সাম্প্রতিক কিছু বদলি কার্যক্রম হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামকে পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পরিদর্শক (ক্রাইম) হিসেবে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুনকে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।
এ বদলি ও স্থানান্তরের প্রেক্ষাপট গত ৫ সেপ্টেম্বরের ঘটনায় নিহিত। ওই দিন জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির ব্যানারে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা চালানো হয়। হামলায় শতাধিক মানুষ আহত হন এবং নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
হামলায় অজ্ঞাতনামা ৩,৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভক্ত রাসেল মোল্লা নিহতের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে, যেখানে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।