জুমবাংলা ডেস্ক : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় অভিযুক্ত টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের পক্ষে আইনি লড়াই করতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে গিয়েছেন পাঁচ আইনজীবী ও দুই জন সহকারী।
চট্টগ্রাম থেকে যে আইনজীবীরা এসেছেন তারা হলেন- মেজবাহউদ্দিন, আহসানুল কবির হেনা, মহিউদ্দিন, ব্যারিস্টার সাঈদ মঈনুল আহসান।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে অ্যাডভোকেট আহসানুল হক হেনা ও ব্যারিস্টার সাঈদের নেতৃত্বে এই আইনজীবী দল কক্সবাজার এসে পৌঁছান।
জানা গেছে, আইনজীবীরা সাবেক ওসি প্রদীপের জামিন আবেদন ও নতুন করে রিমান্ড না দেয়ার জন্য আবেদন করবেন। অ্যাডভোকেট আহসানুল হক হেনার বাড়ি কক্সবাজারের চকরিয়া থানায়। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে পিপি ও সাকা চৌধুরী এর প্যানেল আইনজীবী ছিলেন। আর ব্যারিস্টার সাঈদ মঈনুল আহসান অ্যাডভোকেট আহসানুল হক হেনার ছেলে।
উক্ত টিমকে সহায়তা করবেন কক্সবাজারের স্থানীয় কয়েকজন আইনজীবী।
৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা। তিনি মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ির নীলিমা রিসোর্টে ফিরছিলেন। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সাহেদুল ইসলাম সিফাতকে আটক করে। পরে নীলিমা রিসোর্ট থেকে শিপ্রা দেবনাথকে আটক করা হয়। দুজনই এখন জামিনে মুক্ত।
ঘটনার সময় মো. আবদুল্লাহসহ এপিবিএনের তিন সদস্য শামলাপুর তল্লাশিচৌকির দায়িত্বে ছিলেন। সিনহা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্তকারী সূত্র জানায়, সিনহা হত্যা মামলার মোট ১৩ জন আসামি বর্তমানে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে রয়েছে। তারা হলেন, টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, থানার এসআই নন্দ দুলাল রক্ষিত, এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আবদুল্লাহ আল মামুন, এপিবিএন-এর তিন সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আবদুল্লাহ এবং টেকনাফের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আইয়াস। বৃহস্পতিবার চার দিনের রিমান্ডের সময় শেষ হয়েছে।
এর আগে তাদের প্রথম দফায় সাত দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।