জুমবাংলা ডেস্ক :ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আবেগের বশে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ফারুক আহমেদ।
মামলার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তিনি এই মন্তব্য করেন।
আইনজীবী ফারুক আহমেদ বলেন, ‘সজল নামে একজন সাংবাদিকের কাছেই এই ভিডিওটি গিয়েছিল। আমরা আদালতকে বলেছি, আমাদের ভিডিওটি মিসিং হয়েছে। এটি সজল ছাড়া অন্য কোনো ডিভাইসে যায়নি এটি এক্সপার্ট রিপোর্ট।’
তিনি বলেন, ‘ওই ভিডিওটি আসামির মোবাইল থেকে ফেসবুক কিংবা ইউটিউবে পাবলিকলি শেয়ার হয়নি। সুতরাং আসামির কোনো দোষ নেই।’
মোয়াজ্জেমের আইনজীবী আরও বলেন, ‘মামলার তিনটি ধারার মধ্যে একটি ধারায় আনীত অভিযোগ প্রমাণিত হয়নি। এক্ষেত্রে আমরা আংশিক সফল। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। আদালত আবেগের বশে আজকের এই রায় দিয়েছেন।’
ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৬ ও ২৯ ধারায় ওসি মোয়াজ্জেমকে মোট আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে উভয় ধারায় ১০ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।