স্পোর্টস ডেস্ক: ওয়াইল্ডকার্ড নিয়ে এ বছর ফ্রেঞ্চ ওপেনে খেলছেন ৩৩ বছর বয়সী স্কটিশ তারকা অ্যান্ডি মারে। বিশ্বের সাবেক এ নাম্বার ওয়ান টেনিস তারকা ক্লে কোর্টের এই গ্র্যান্ড স্ল্যাম আসরে খেলবেন মূল পর্ব থেকে।
২০১৭ সালের সেমি-ফাইনালে স্তানিসলাস ওয়ারিঙ্কার কাছে হারার পর এই টুর্নামেন্টে খেলেননি তিন গ্র্যান্ড স্ল্যাম জয়ী ও ২০১৬ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালিস্ট মারে।
অন্যদিকে মেয়েদের এককে ফ্রেঞ্চ ওপেনের ওয়াইল্ড কার্ড পেয়েছেন কানাডিয়ান সুন্দরী ইউজিন ব্রাউচার্ড।
প্রসঙ্গত, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ বছরের ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্টটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।