জুমবাংলা ডেস্ক : সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানের ওয়াজ মাহফিলে বাধা দেয়ার অভিযোগ তুলেছেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ।
জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপি সংসদ সদস্য হারুন অর রশীদ দাবি করেন, দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের লোকরা সামাজিক কর্মকাণ্ড চালাচ্ছেন। কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা তাফসির মাহফিল করতে গেলে আপত্তি আসছে। নিষেধাজ্ঞা আসছে। এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসলামি কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না জানান আওয়ামী লীগের বর্ষীয়ান পার্লামেন্টারিয়ান ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ।
তিনি বলেন, বাংলাদেশে ইসলাম আছে এবং থাকবে। বাংলাদেশে যাতে এটি কার্যকর হয়, এই ব্যবস্থা আমরা করে যাচ্ছি এবং বাংলাদেশ চিরদিনই মুসলিমদের স্বার্থ রক্ষা করে চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


