স্পোর্টস ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগেই অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তিন সতীর্থ তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে চার হাজার রানের মাইলফলক স্পর্শের। আর ইনিংসের ৩৮তম ওভারের ১ম বলে ওয়ানডে ক্যারিয়ারে পূর্ণ করলেন ৪হাজার রান।
চার হাজার রানের মাইলফলক স্পর্শ করতে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলতে হয়েছে ১৮৬টি ম্যাচ। আর ইনিংসের হিসেবে তা ১৬১টি। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট করতে নামার আগে রিয়াদের নামের পাশে ছিল৩ হাজার ৯৯৪ রান। অর্থাৎ মাত্র ৬ রান করতে পারলেই ৪ হাজারি ক্লাবে নাম লেখাবেন রিয়াদ। ৩৮তম ওভারের প্রথম বলটি চারে পরিণত করে এই মাইলফলক স্পর্শও করলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
ওডিআই ক্যারিয়ারে ২১টি অর্ধশতকের সঙ্গে আছে ৩টি শতকও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।