স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দলে ডাক পেলেন তরুণ ফাস্ট বোলার মার্কো জানসেন। নতুন মুখ জানসেনকে অন্তর্ভুক্ত করে নিজ মাঠে ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জন্য দল ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা। দলে আছেন সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় বলা কুইন্টন ডি ককও। ইনজুরির কারণে দলে নেই পেসার এনরিচ নর্টি।
ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিলো বাঁ-হাতি পেসার জেনসেনের। দুই ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। বল হাতে দারুন সব ডেলিভারি করেছেন ২১ বছর বয়সী এই তরুন। তাই ওয়ানডে দলে সুযোগ পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হলো না জানসেনের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৩ ম্যাচে ১৬ উইকেট রয়েছে তার।
তেম্বা বাভুমার নেতৃত্বাধীন ১২ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়েন পার্নেল। গত নভেম্বরে কোলপ্যাক চুক্তি থেকে ফিরে এসেছেন তিনি। এতে আবারও জাতীয় দলে সুযোগ পান বোলিং অলরাউন্ডার পার্নেল।
নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ সিরিজে অভিষেকে হাফ সেঞ্চুরি করা ওপেনার জুবায়ের হামজা দলে আছেন।
প্রথম পছন্দের অনেক ক্রিকেটারই এই সিরিজে ফেরায় ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি জুনিয়র ডালা, ড্যারেন ডুপাভিয়ন, রিজা হেনড্রিকস, রায়ান রিকলেটন ও খায়া জান্ডোর।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজটি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। ১০ ম্যাচ খেলে ৩ জয়, ৫ হারে ৩৯ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। ৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ৪৯ পয়েন্ট ভারতের। ২০২৩ বিশ^কাপে সরাসরি খেলতে হলে, ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকতে হবে দলগুলোকে।
দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, জানেমান মালান, আইডেন মার্করাম, ডেভিড মিলার, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরেনে, আন্দিলে ফেলুকুওয়াও, ডুয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, মার্কো জানসেন, ওয়েন পার্নেল, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ ও তাবরিজ শামসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।