ওয়ারেন বাফেটের সাথে এক বেলা লাঞ্চ , খরচ ১৯ মিলিয়ন ডলার!

ওয়ারেন বাফেট

আন্তর্জাতিক ডেস্ক: কিংবদন্তি মার্কিন বিনিয়োগ গুরু হিসেবে পরিচিত ওয়ারেন বাফেটের সাথে লাঞ্চ করার জন্য রহস্যময় এক ব্যক্তি (সম্ভবত একজন নারী) রেকর্ড ১৯ মিলিয়ন ডলার ব্যয় করতে রাজি হয়েছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি দাতব্য সংস্থার তহবিল সংগ্রহে এ লাঞ্চের ঘোষণা দেওয়া হয়েছিল। খবর রয়টার্স।

খবরে বলা হয়, গত শুক্রবার বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান এবং সিইও ওয়ারেন বাফেটের সঙ্গে লাঞ্চের জন্য অপর এক ব্যক্তি খুঁজে নিতে নিলামের ব্যবস্থা করা হয়। এটি ছিল এ ধরনের ২১তম আয়োজন। ইবে নামের ওয়েবসাইটে আয়োজিত এ নিলামের বিডিং খোলা হয় ২৫ হাজার ডলারে। দরদাতারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করলে অতি দ্রুত নিলামের দর বেড়ে যায়। এক পর্যায়ে ১৯ মিলিয়ন ডলারে গিয়ে সে প্রতিদ্বন্দ্বিতা থামে। তবে যিনি নিলাম জিতে নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
ওয়ারেন বাফেট
অজ্ঞাত এই নিলাম বিজয়ী নিউ ইয়র্ক সিটির স্মিথ অ্যান্ড উলেনস্কি স্টেকহাউসে সাতজন অতিথিসহ ওয়ারেন বাফেটের সাথে অবিস্মরণীয় কিছু সময় কাটাবেন।

সান ফ্রান্সিসকোর টেন্ডারলিয়নের দাতব্য সংস্থা গ্লাইডের জন্য তহবিল সংগ্রহের জন্য এই লাঞ্চের ঘোষণা দেন ওয়ারেন বাফেট। সংস্থাটি সান ফ্রান্সিসকোর দরিদ্র, গৃহহীন এবং নির্যাতন-নিপীড়নের শিকার লোকজনকে সহায়তা করে থাকে। সংস্থাটি খাদ্য, বাসস্থান সহায়তাও দিয়ে থাকে। দরিদ্রদের এইচআইভি, হেপাটাইটিস সি পরীক্ষা এবং শিশুদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও দেয়।

বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী ২০২০ সাল থেকে ২০টি নিলামের আয়োজন করেছেন। এসব নিলামের মাধ্যমে তিনি গ্লাইডের জন্য প্রায় ৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে দিয়েছেন। সর্বশেষ এ ধরনের নিলাম জিতেছিলেন জাস্টিন সান নামের একজন আমেরিকান উদ্যোক্তা, তিনি বাফেটের সাথে লাঞ্চ করার জন্য ৪ দশমিক ৬ মিলিয়ন খরচ করেছিলেন।

ওয়ারেন বাফেট বর্তমানে ৯৩ দশমিক ৪ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ নিয়ে বিশ্বের সপ্তম সেরা ধনীর তালিকায় আছেন। তিনি বিল গেটস ও মালিন্ডা গেটসের সাথে ধনকুবেরদের একটি দল গঠন করেছেন, যারা তাদের অর্ধেক সম্পত্তি বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বাফেট ইতোমধ্যে প্রায় ৪৮ বিলিয়ন ডলার দান করেছেন বলে অনুমান করা হয়।

৫০ বছর চালু থাকার পর ডুবে গেল হংকংয়ের সেই বিখ্যাত ভাসমান রেস্তোরাঁ