স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে শেন ওয়ার্নের বোলিং গড় ভালো নয়। সে কারণে ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার মানতে নারাজ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনিল গাভাস্কার। শনিবার এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করার পর ক্রিকেটপ্রেমীদের প্রবল তোপের মুখে পড়েন তিনি।
এরপরই যেন ভারতীয় কিংবদন্তি ব্যাটারের সম্বিত ফিরে আসে। এখন তিনি ক্ষমা চাইছেন। সোমবার নিজের সেই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেছেন গাভাস্কার।
যেখানে তিনি বলেন, ‘ওয়ার্ন সর্বকালের সেরা স্পিনার কি না, সেদিন টিভি উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে আমার নিজের মতামত দিয়েছি। সত্যি বলতে অমন প্রশ্ন করা তার উচিত হয়নি। প্রশ্নের উত্তর দিয়ে আমিও অন্যায় করেছি। তুলনা বা সমালোচনা করার মতো উপযুক্ত সময় তা কখনওই ছিল না।’
শুধু ওয়ার্ন নন, শুক্রবার মারা গিয়েছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ। সদ্য প্রয়াত দুই অজি কিংবদন্তি সম্পর্কে ভারতীয় কিংবদন্তি ব্যাটারের ভাষ্য, ‘ওয়ার্ন অন্যতম সেরা ক্রিকেটার যে খেলাটাকে অনেক সমৃদ্ধ করেছে। মার্শও সেরা উইকেটরক্ষক ব্যাটারদের একজন। তাদের আত্মা শান্তিতে থাকুক।’
স্মার্টফোনের দিন শেষ! নতুন প্রযুক্তির ভবিষ্যদ্বাণী করলেন বিল গেটস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।