স্পোর্টস ডেস্ক : সে এক অসাধারণ সময় ছিল। ভাবুন তো, ঘূর্ণি জাদুকর শেন ওয়ার্নের মুখোমুখি ব্যাটিং লিজেন্ড শচীন টেন্ডুলকার। সারা বিশ্ব অপলকে চেয়ে থাকে শচীনের কীর্তির দিকে। আর শেন ওয়ার্ন-মুত্তিয়া মুরলিধরনের শ্রেষ্ঠত্বের লড়াই তো ক্রিকেটে রূপকথা হয়ে গেছে। সেই দুর্দান্ত শেন ওয়ার্নকে নাকানিচোবানি খাওয়াতেন মাস্টার ব্লাস্টার শচীন। এসব কারণে শেন ওয়ার্ন খুব হতাশায় ভুগতেন। সম্প্রতি এই তথ্য ফাঁস করেছেন ওয়ার্নের সতীর্থ সাবেক পেস তারকা ব্রেট লি।
শচীন কতটা বিধ্বংসী ছিলেন সেই কথা জানিয়ে ব্রেট লি বলেন, ‘শচীন ক্রিজ ছেড়ে বেরিয়ে আসত। এতে ওয়ার্ন আরো খাটো লেংথের বল করতে বাধ্য হতো। কখনো কখনো ধৈর্য্য ধরে ব্যাকফুটে সেই সমস্ত অপূর্ব শট খেলত। ওয়ার্নের সঙ্গে লুকোচুরি খেলত শচীন। ওয়ার্নের মত বড়মাপের বোলারের সঙ্গে সবাই এভাবে লুকোচুরি খেলার সাহসই পাবে না! নিজের দিনে শচীন ওয়ার্নকে নিয়ে ছেলেখেলা করত। এমনটা কিন্তু বারেবারে দেখা যায় না।’
শচীনের সঙ্গে দ্বৈরথে ওয়ার্ন প্রায়ই হতাশায় ভুগতেন। ব্রেট লি বলেছেন, ‘কখনও কখনও ওয়ার্ন হওয়ায় বল ঘোরানোর চেষ্টা করত। কখনো আবার কিছু বল ড্রপ করার সময় টার্ন করত। যখনই ওয়ার্ন সূক্ষ্ণ বৈচিত্র্য আনার চেষ্টা করত, তখন একমাত্র শচীনই সেই বল পড়ে ফেলতে পারত। বিভিন্ন বলের জন্য আলাদা আলাদা টেকনিক প্রয়োগ করত, সেটা ছিল পিওর ক্লাস! সারা বিশ্বের ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে পারত ওয়ার্ন। একমাত্র শচীন বাদে। ওয়ার্ন এটা ভয়ানকভাবে ঘৃণা করত। ড্রেসিংরুমে হতাশ কণ্ঠে বলত, সব রকমের চেষ্টা করেও শচীনকে আউট করতে পারেনি!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।