স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তু মানুষের পুনর্বাসনের জন্য সাহায্য সংগ্রহ করার জন্য বিগ আপিল স্লোগানে ‘বুশফায়ার ব্যাশ’ ম্যাচ খেলতে নেমেছেন বিশ্ব ক্রিকেটের সাবেক তারকা খেলোয়াড়রা। এই ম্যাচ থেকে অর্জিত সকল অর্থ ও সাহায্য তুলে দেয়া হবে রেড ক্রিসেন্টের হাতে। যা খরচ করা হবে দাবানলে ক্ষতিগ্রস্তু মানুষের জন্য। মানবতার ডাকে আবারও জার্সি পরে মাঠে নেমেছেন রিকি পন্টিং, ব্রায়ান লারা, কোর্টনি ওয়ালশ, অ্যাডাম গিলক্রিস্টরা।
মেলবোর্নের জাংশন ওভালে ১০ ওভারের এই ম্যাচে রিকিং পন্টিং ও অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে দুই ভাগ হয়ে খেলছেন ক্রিকেট কিংবদন্তিরা। পন্টিং একাদশের ব্যাটিংয়ের সময় বেশ মজার একটি দৃশ্যের অবতারণা হয়েছে। বাংলাদেশের সাবে পেস বোলিং কোচ তথা ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ এসেছেন বল করতে। ব্যাটসম্যান রিকি পন্টিং। বল ডেলিভারির সময় ওয়ালশের হাত থেকে ছুটে গিয়ে উপরের দিকে উঠে যায়। ক্রিকেট অস্ট্রেলিয়া মজা করে এই বলের নাম দিয়েছে ‘মুন বল’।
পন্টিংও কম যান না। যেহেতু প্রদর্শনী ম্যাচ, তাই দর্শকদের বিনোদন দেওয়াটাই মূখ্য। যে কারণে পন্টিংও ওয়ালশের বলের পিছু পিছু দৌঁড় দেন সেটিকে ব্যাটে ছোঁয়াতে। সব মিলিয়ে বেশ হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ডেলিভারি বাদ দিলে দারুণ বোলিংই করেছেন ওয়ালশ। ২ ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১০৪ রান করেছে পন্টিং একাদশ। কিংবদন্তি ব্রায়ান লারা মাত্র ১১ বল খেলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৩০ রান।
Ricky Ponting wanted a piece of Courtney Walsh's moon-ball! #BigAppeal pic.twitter.com/Wze1ZvK1nP
— cricket.com.au (@cricketcomau) February 9, 2020
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।