স্পোর্টস ডেস্ক: ফুটবল ইতিহাসের ৪২ বছরের মধ্যে প্রথম ইউরোপীয় আসরের ফাইনালে খেলার সুযোগ সৃস্টি করেছে এইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। গতকাল অনুষ্ঠিত ইউরোপা লিগের সেমিফাইনালের ফিরতি লেগে তারা নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে ১০ জনের ওয়েস্ট হ্যামকে। এই জয়ে দুই লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে ফ্রাঙ্কফুর্ট।
ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্টহ্যামের লেফট ব্যাক অ্যারন ক্রেসওয়েল। বল বয়কে লক্ষ্য করে বলে শট নেয়ায় ১২ মিনিট বাকী থাকতে হ্যামারদের কোচ ডেভিড ময়েসকেও মাঠ ছাড়তে হয়।
ম্যাচ শেষে বিটি স্পোর্টসকে ময়েস বলেন,‘ এটি সত্যিই হতাশার। আজ রাতে কোনকিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। এরকম ছোটখাট ঘটনাগুলো না ঘটাই ভালো। তবে ছেলেদের নিয়ে আমি গর্বিত। ১০জন যেভাবে খেলেছে তা এক কথায় চমৎকার।’
ম্যাচের প্রথমার্ধেই ফ্রাঙ্কফুর্টের হয়ে জয়সুচক একমাত্র গোলটি করেছেন কলম্বিয় স্ট্রাইকার রাফায়েল বোরে। ফলে ফাইনাল নিশ্চিত হয়ে যায় জার্মান ক্লাবের। আগামী ১৮ মে সেভিয়ায় ফাইনালে স্কটিশ জায়ান্ট রেঞ্জার্সের মোকাবেলা করবে ফ্রাঙ্কফুর্ট।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন থেকেও মাত্র এক ম্যাচ দূরে রয়েছে ফ্রাঙ্কফুর্ট। সফল হলে ১৯৬০ সালে ইউরোপীয় কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হবার পর প্রথম এই আসরে খেলবে তারা।
ইউরোপার ফাইনাল নিশ্চিতের পর ফ্রাঙ্কফুর্টের সভাপতি পিটার ফিশার বলেন,‘ শেষ পর্যন্ত একটি স্বপ্ন পূরণ হলো। এই শহর এর দাবীদার। এখন আমরা এটি জয় করতে চাই।’
এদিকে এই পরাজয়ে ১৯৭৬ সালের পর প্রথম ইউরোপীয় আসরের ফাইনালে খেলা থেকে বঞ্চিত হলো ওয়েস্টহ্যাম। খেলা শেষে হ্যামার অধিনায়ক ডেক্লান রাইস বলেন, ‘ আমরা এমন একটি দলের সঙ্গে খেলেছি, যারা আমাদেরই সমমানের। কিন্তু আমরা ধরা খেয়ে গেলাম। আমরা খুবই হতাশ।’
ক্রেসওয়েল লাল কার্ড দেখার পরপরই একজন বাড়তি খেলোয়াড়ের সুযোগটি কাজে লাগাতে সক্ষম হয় ফ্রাঙ্কফুর্ট। ম্যাচের ২৬ তম মিনিটে গোল করে দলীয় জয় নিশ্চিত করেন বোরে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।