স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে তার পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটা এখনো চূড়ান্ত করেনি। অবশ্য শোনা গেছে, সাকিবের জায়গায় দেখা যেতে পারে টেস্ট দলে থাকা স্পিনার তাইজুল ইসলামকে। ওয়েস্ট ইন্ডিজেই থেকে যাবেন তিনি।
টেস্ট দলে নিয়মিত হলেও সাদা বলে কালেভদ্রে খেলে থাকেন তাইজুল। এখন পর্যন্ত মাত্র ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাঁহাতি এই স্পিনার। ৯ ওয়ানডেতে তাঁর উইকেট মাত্র ১২টি। বাংলাদেশের হয়ে তাইজুল সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২০ সালের মার্চ মাসে। সিলেটে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন তাইজুল।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বেশ খেলোয়াড় পরিবর্তন করা হয়েছে। টেস্ট সিরিজ চলাকালীন ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড থেকে ছিটকে গেছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি। এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে টেস্ট দলে নেওয়া হয়েছে এনামুল হক ও শরিফুল ইসলামকে। আর মেহেদি হাসান মিরাজকে যোগ করা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।