স্পোর্টস ডেস্ক : বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডুপ্লেসি। সে দেশে এই মুহূর্তে চলছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লিগ এমজানসি ক্রিকেট লিগ। আর সেই লিগে পার্ল রকসকে নেতৃত্ব দিচ্ছেন ডু প্লেসিস। আর সেখানেই ডুপ্লেসির এক সতীর্থকে দেখা যায়নি দলের অন্যান্য প্লেয়ারদের সঙ্গে। কেন তিনি নেই? এই প্রশ্ন আসতেই কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই ডুপ্লেসি বলে ওঠেন, ‘ও বাড়িতে আমার বোনের সঙ্গে শুয়ে আছে!’
পার্লের বোল্যান্ড পার্কে পার্ল রকসের বিপক্ষে খেলা ছিল নেলসন ম্যান্ডেলা বে জিয়ান্টসের। পার্ল রকসের টিমে সেই সময়ে সবাই চলে এলেও আর এক প্লেয়ার ছিলেন না। আর সেই প্লেয়ার হচ্ছেন হার্ডাস ভিলজোয়েন।
ডুপ্লেসিকে হার্ডাসের অনুপস্থিতির কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘হার্ডাস ভিলজোয়েন আজকে খেলছেন না কারণ তিনি এখন আমার বোনের সঙ্গে ঘুমাচ্ছেন। কারণ, গতকালই ওদের বিয়ে হয়েছে।’ আর এই কথা শোনা মাত্রই হাসিতে ফেটে পড়েন সেই ম্যাচের প্রেজেন্টার।
One change – Viljoen is not playing today because he's lying in bed with my sister as they got married yesterday – Faf du Plessis
😂
#MSLT20 #NMBGvPR #PRvNMBG pic.twitter.com/IOlXZEn7nH— FANTASY CRICKET TIPS 🏏 (@FantasyCricTeam) December 8, 2019
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।