বৃহস্পতিবার (২৩ জুলাই) করোনা মহামারি পরিস্থিতির মধ্যে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলায় জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়কেন্দ্র খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে নির্মিত ২০টি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথম ধাপে উদ্বোধন হওয়া ভবনগুলোতে ফ্ল্যাট পেয়েছেন ৬শটি পরিবার। এসব ফ্ল্যাট হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতার পর কক্সবাজার ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ন প্রকল্পে’র উপকারভোগী নারী-পুরুষ, জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র, প্রকল্পের নির্মাণ কাজের দায়িত্বে থাকা সেনাবাহিনীর দশম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারস মো. মাঈন উল্লাহ চৌধুরী বক্তৃতা করেন।
এসময় গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গান শোনার ইচ্ছে প্রকাশ করেন। প্রকল্পপ্রান্তে থাকা মহেশখালি থানার বুলবুলি আকতার ‘মহেশখালি পান’ শিরোনামের সেই বিখ্যাত গানের অংশ গেয়ে শোনান।
অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী সবাইকে ধন্যবাদ জানান। ‘খুরুশকুল প্রকল্প দেখতে যাবো, শুঁটকি ভর্তা দিয়ে ভাত খাবো’ বলে স্বভাবসুলভ হাসি দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।