জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় বেসরকারি সংস্থার (এনজিও) গুদাম থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। খবর ইউএনবি’র।
রামদা, ছুরি, করাত ও প্লায়ার্স মিলিয়ে উদ্ধার করা অস্ত্রের সংখ্যা প্রায় পাঁচ হাজার। এগুলো বড় আকারের ২০-২৫টি বস্তায় রাখা ছিল।
বৃহস্পতিবার বিকালে উপজেলার অদূরে মালভিটা এলাকায় বেসরকারি সংস্থা শেড’র কার্যালয় সংলগ্ন গুদামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম।
শেড কর্মকর্তা সরওয়ার হাসান জানিয়েছেন, এসব দেশীয় অস্ত্র রোহিঙ্গা শিবিরে বিতরণের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সরবরাহ করেছিল।
এলাকাবাসী জানান, মালভিটা এলাকার আবদুল মান্নানের ভবন ভাড়া নিয়ে রোহিঙ্গা শিবিরে কার্যক্রম পরিচালনা করে আসছে শেড।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়।’
অস্ত্রভর্তি বস্তাগুলোতে আইওএমের লোগো রয়েছে জানিয়ে তিনি বলেন, কাগজপত্র পর্যালোচনা করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।