Advertisement
জুমবাংলা ডেস্ক: বঙ্গোপসাগের ঝড়ের কবলে পড়ে মাছ ধরার নৌকাডুবির ঘটনায় আরও পাঁচ জেলের লাশ কক্সবাজার সৈকত থেকে উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ডায়াবেটিস হাসপাতাল পয়েন্ট থেকে তিন এবং দুপুর ১২টার দিকে সুগন্ধা বিচ ও ধলঘাটা থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়।
এর আগে বুধবার ভোর ৫টা থেকে সকাল ১০টার মধ্যে ছয়জনের লাশ পাওয়া যায়।
এ নিয়ে ১১ জেলের লাশ ও দুজনকে জীবিত উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ছয়জন।
নিষেধাজ্ঞা অমান্য করে ৪ জুলাই ভোলার চরফ্যাশন থেকে ১৭ জন জেলে একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। নৌকাটি গভীর সাগরে ৬ জুলাই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত জেলেদের মধ্যে সাতজনের পরিচয় মিলেছে। তারা সবাই চরফ্যাশন উপজেলার বাসিন্দা। স্বজনদের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।