কক্সবাজারে যার সাথে অবসর যাপন করছেন মিম

মিম

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। চলতি বছর মুক্তি পাওয়া তার দু’টি সিনেমাই দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমার এই সফলতায় এ নায়িকার বৃহস্পতি যেন তুঙ্গে রয়েছে। বদলে গেছে তার ক্যারিয়ারের চিত্রও। কমপক্ষে হাফ ডজন নতুন ছবির প্রস্তাব রয়েছে তার কাছে। কিন্তু মিম এগুতে চাচ্ছেন বেশ বুঝে শুনে।

এদিকে ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে মিম সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। এ কারণে মাঝে-মধ্যেই ক্যারিয়ার ও ব্যক্তিগত বিভিন্ন বিষয় ফেসবুকে তুলে ধরেন এই সুন্দরী। মিম শত ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দেয়ার চেষ্টা করেন। এ কারণেই সম্প্রতি প্রকৃতির সান্নিধ্যে বেড়িয়েছেন। উপভোগ করছেন লাল-সবুজের প্রকৃতি আর সাগরপাড়ের সৌন্দর্য। কক্সবাজার সমুদ্র সৈকতেই নিজের মতো সময় কাটিয়েছেন মিম।

সমুদ্রের জলে পা ভিজিয়ে নোনা জলের কাব্য লিখলেন নায়িকা। বালুপথ জুড়ে অঙ্কিত করলেন আলতো পায়ের ছাপ। দূরে হেলে পড়া নীল আকাশে ভেসে উঠছিল তার হাসিমাখা মুখের স্বচ্ছ প্রতিচ্ছবি। আকাশ-সমুদ্র আর মিমের এই মিতালি ক্যামেরাবন্দি করেছেন তার স্বামী সোনি পোদ্দার। তা সামাজিক মাধ্যমের কল্যাণে দেখেছেন নেটিজেনরা।
মিম
জানা যায়, চলতি বছর সিনেমাকেন্দ্রিক ব্যস্ততায় দম ফেলার ফুসরত ছিল না মিমের। সিনেমার প্রচারণায় সক্রিয় অংশগ্রহণ ছিল তার। ছুটে বেড়িয়েছেন সিনেমা হলগুলোতে। এ কারণে কিছুটা হাঁপিয়ে উঠেছিলেন তিনি। তাই ব্যস্ততার মাঝে সময় বের করে স্বামীকে নিয়ে উড়াল দিয়েছেন কক্সবাজারে। সেখানে চুটিয়ে অবসর যাপন করছেন তারা।

সমুদ্রের বিশালতায় ভালোবাসার মানুষের সঙ্গে একান্তে কাটানো মুহূর্তগুলো উপভোগ করছেন মিম। তীরে লিখেছেন স্বামীর নাম। বালুর উপর ফুটিয়ে তুলেছেন ‘সনি’ নামটি। রিল ভিডিওর মাধ্যমে সেটি অনুরাগীদের দেখিয়েছেন নায়িকা।

ক্যাপশনে মিম লিখেছেন, ‘ছোটবেলায় আমরা নিজেদের জন্য কাজটি করেছি। সেই সব সুন্দর স্মৃতি আবার, সঠিক ব্যক্তির সঙ্গে বেঁচে থাকা একটি আশীর্বাদ।’

সোয়া লাখ রুপির পোশাকে কারেন্ট লাগিয়ে চমকে দিলেন দীপিকা