জুমবাংলা ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে গতকাল (৯ এপিল) ভেসে এসেছে বিশালাকার মৃত একটি তিমি।
শুক্রবার দুপুরে জোয়ারের পানি নেমে গেলে সৈকতে মৃত তিমি দেখতে পায় স্থানীয় লোকজন।
খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ-এর নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ, বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মৃত তিমিটির দৈর্ঘ্য ৪৪ ফুট এবং প্রস্থ ২৬ ফুট। বাংলাদেশের সমুদ্রসীমায় এত বিশালাকার তিমির দেখা যায় না।
তারা জানান, মৃত তিমিটির মুখের দিকে কিছু অংশ পঁচে গন্ধ ছড়াচ্ছে। ধারণা করা হচ্ছে, মৃত এই তিমিটির মরদেহ সাগরে ভাসতে ভাসতে কক্সবাজার উপকূলে চলে এসেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ জানান, মৃত তিমিটি পঁচে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াতে পারে। তাই এটিকে গর্ত করে পুঁতে ফেলার চিন্তা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।