জুমবাংলা ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বুধবার সকালে ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর ইউএনবি’র।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খাইরুজ্জামান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশের একটি দল ভোর ৬টার দিকে সৈকত থেকে চারজনের লাশ উদ্ধার করে। পরে সকাল ৮টার দিকে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।
এ সময় সমুদ্র সৈকত থেকে একটি মাছ ধরার ট্রলারও পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, নিহত সকলেই জেলে। তারা সাগরে মাছ ধরতে গিয়ে বিরূপ আবহাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবিতে মারা গেছেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।