বিনোদন ডেস্ক : দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে চলেছেন মিঠুন চক্রবর্তী। টুইট বার্তায় সোমবার(৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একাধিকবার জাতীয় পুরস্কার, ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক পদ্মশ্রী এবং পদ্মভূষণে ভূষিত হয়েছেন আগেই, এবার দাদাসাহেব ফালকে সম্মান পেতে যাচ্ছেন এই অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, আগামী ৮ অক্টোবর ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে অভিনেতার হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। অশ্বিনী বৈষ্ণব টুইটে লিখেছেন, মিঠুন দার অসাধারণ সিনেমাটিক সফর সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা। কিংবদন্তি অভিনেতাকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশন জুরি। ভারতীয় চলচ্চিত্রে তার অসামান্য অবদান রয়েছে।
দাদাসাহেব ফালকে পুরস্কার প্রসঙ্গে মিঠুন বলেন, কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না।
জনপ্রিয় এই অভিনেতা আরও বলেন, আমি একেবারেই বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমি এই পুরস্কার উৎসর্গ করছি আমার পরিবার এবং আমার বিশ্বের সমস্ত ভক্তদের। ভক্তদের থেকে এতো ভালোবাসা পেয়েছি, আমি সত্যি ধন্য।
প্রসঙ্গত, মিঠুন ক্যারিয়ারের শুরু করেন ১৯৭৬ সালে। জনপ্রিয় নির্মাতা মৃণাল সেনের হাত ধরে ‘মৃগয়া’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। বাংলা, হিন্দিসহ ৩৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মিঠুন। গত চার দশকে বিভিন্ন ভাষার, বিভিন্ন ঘরানার সিনেমায় দেখা যায় এই অভিনেতাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।