আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর একটি নদীতে নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) স্থানীয় এক কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
কঙ্গোতে প্রায়ই নৌযান দুর্ঘটনা হয়ে থাকে। মূলত পুরানো কাঠের জাহাজগুলো গ্রামের মধ্যে পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া অধিকাংশ সময় ধারণক্ষমতার বাইরে অনেক বেশি লোড নেয় এসব নৌযান।
স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় মাই-নডম্বে প্রদেশে মঙ্গলবার নৌকাটি ডুবে যাওয়ার সময় সেখানে ১০০ জন যাত্রী ছিল। নিহতদের মধ্যে ১৫ জন নারী, পাঁচজন পুরুষ ও দুইজন শিশু রয়েছে।
প্রাদেশিক গভর্নর লেবন এনকোসো কেভানি জানিয়েছেন, ‘আমাদের নিরাপদ ধাতব নৌকা না হওয়া পর্যন্ত, আমরা ভাঙা জাহাজ চালিয়ে যাব। এই কাঠের হাজার হাজার মাই-এনডোম্বের পানিতে ঘুরছে।’
এর আগে গত অক্টোবর মাসে কঙ্গোর কিভু হ্রদে ২৭৮ জন যাত্রী বহনকারী একটি নৌকা ডুবে গেলে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়।
মাই-এনডম্বে প্রদেশের একজন সিনেটর আনিসেট বাবাঙ্গা বলেছেন, সর্বশেষ ধ্বংসাবশেষ থেকে প্রায় ৩০ জনের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে অন্যান্য যাত্রীদের খোঁজে অনুসন্ধান চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।