জুমবাংলা ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর রেপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ১৬ মে একটি সফল অভিযান পরিচালনা করে লেঙ্গা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ হতে রক্ষা করেছে।
কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪ এর শান্তিরক্ষী টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহলদলের উপর প্রবল গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে ব্যানআরডিবি-৪ এর টহলদল অত্যন্ত সাহসিকতার সাথে মিলিশিয়া বাহিনীর উপর পাল্টা আক্রমণ করে।
বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগে বাধ্য হয়। এ সময় শান্তিরক্ষী বাহিনী স্থানীয় একজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে মাইনর সার্জারী শেষে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে মিলিশিয়া বাহিনীর গুলিতে নিহত স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।
ব্যানআরডিবি-৪ ডিআর কঙ্গোতে টহল পরিচালনাকারী বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআ)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।