কঙ্গোর পূর্বাঞ্চলে সহিংসতায় নিহত ২০

কঙ্গো

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইটুরিতে সহিংসতায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। কুখ্যাত এডিএফ মিলিশিয়ারা এ হত্যাকান্ডে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। খবর এএফপি’র।

কঙ্গো

কিভু সিকিউরিটি ট্র্যাকার (কেএসটি) টুইটারে বলেছে, ইরুমু অঞ্চলের বওয়ানাসুরা গ্রামে রাতে এ হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় রেড ক্রসের স্বেচ্ছাসেবীরা বলেছেন, তারা ৩৬টি মৃতদেহ গণনা করেছেন।