
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহর লাগোয়া ধলেশ্বরী নদীর তীর থেকে নিখোঁজের পাঁচ দিন পর দুলাল মোল্লা (৪০) নামে এক রংমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শহরের মোল্লারচর এলাকার ধলেশ্বরী তীরে কচুরিপানার ভেতর ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলাল মোল্লারচর এলাকার মৃত মাঈনউদ্দিন মোল্লার ছেলে।
মুন্সীগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, বেলা ১২টার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে গেলে কচুরিপানার ওপর মরদেহ দেখতে পেয়ে সদর পুলিশ ফাঁড়িতে খবর দেয়।
দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, গত ২৯ জানুয়ারি রাত ১০টার দিকে চাচাতো ভাই শাকিল মোল্লার মোবাইল ফোনের কল পেয়ে নিজ বাড়ি থেকে বের হন রংমিস্ত্রি দুলাল। এরপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। এ ঘটনায় ৩১ জানুয়ারি স্ত্রী কাকলী বেগম সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে, নিখোঁজের পরপরই রংমিস্ত্রির চাচাতো ভাই শাকিলকে একাধিকবার হাতের নাগালে পেয়ে পুলিশ আটক না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এলাকাবাসী দাবি করেছেন, শাকিল একজন মাদকাসক্ত। গত ২৯ জানুয়ারি রাতে শাকিল মোবাইল ফোনে কল করে রংমিস্ত্রি দুলালকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল। বর্তমানে তিনি পলাতক। শাকিল মোল্লারচর এলাকার মৃত বারেক মোল্লার ছেলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।