নিষ্ঠা, পেশাদারি ও আধুনিক প্রশিক্ষণ—এই তিন গুণে সজ্জিত হয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সব সদস্যকে নিষ্ঠা, একাগ্রতা ও পেশাদারিত্ব বজায় রেখে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম সেনানিবাসে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (ইবিআর) ৩৮তম বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫–এ তিনি এ আহ্বান জানান।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ইবিআরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাসহ নানা বিষয়ে আলোচনা করেন। সম্মেলনের শুরুতে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার মাগফিরাত কামনা করেন।
সেনাবাহিনী প্রধান ইবিআরসিতে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট।
অনুষ্ঠানে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়ার এরিয়া কমান্ডার, কমান্ড্যান্ট ও পাপা টাইগার, ইবিআরসি, মিলিটারি সেক্রেটারি, অ্যাডজুট্যান্ট জেনারেল, কমান্ড্যান্ট, বিআইআরসি, চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড, সেনাসদর ও চট্টগ্রাম এরিয়ার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, সব পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ও ইউনিটসমূহের অধিনায়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পর্যাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তা না পাওয়া গেলে বেসরকারি ব্যাংক থেকে কর্মকর্তা নেবে ইসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



