স্পোর্টস ডেস্ক: প্রায় দুই বছর ধরে ফর্মহীন বিরাট কোহলি। কোনো ফরম্যাটেই তার ব্যাট হাসছে না। দিনের পর দিন যেন দলের বোঝা হয়ে উঠেছেন ভারতের অন্যতম এই তারকা ক্রিকেটার। যার কারণে হারিয়েছেন নেতৃত্ব।
শুধু যে জাতীয় দলের নেতৃত্ব ছেড়েছেন তা নয়, নিজ থেকেই সরে দাঁড়ান লম্বা সময় নেতৃত্বে থাকা রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব থেকেও। সব হারিয়ে বিরাটের দীর্ঘ এই দুঃসময় শেষে আলো উঁকি দিচ্ছে তার ব্যাটে।
চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৫ রানের পর হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংস। সুপার ফোরে আবারও পাকিস্তানের সঙ্গে দেখা, এই ম্যাচে খেলেছেন ৬০ রানের দুর্দান্ত ইনিংস। তার ইনিংসে ভর করে ভারত ১৮১ রান করলেও ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বেশ আক্ষেপ ঝরল বিরাটের কণ্ঠে। বাজে সময়ে পাশে একমাত্র মহেন্দ্র সিং ধোনি ছাড়া কেউই ছিল না বলে দাবি তার।
‘একটা কথা আপনাদের বলতে পারি, টেস্টের নেতৃত্ব ছাড়ার পর, কেবল একজন মানুষের কাছ থেকেই সমর্থন পেয়েছি, যার সঙ্গে আগে খেলেছি-তিনি হলেন এমএস ধোনি। অনেকের কাছেই আমার ফোন নম্বর আছে। টিভিতে কত লোকে পরামর্শ দেন আমাকে, কত কথা বলেন! কিন্তু যাদের কাছেই আমার নম্বর আছে, কেউ একটা ম্যাসেজ দেননি।’
ধোনির প্রতি সম্মান জানিয়ে বিরাট বলেন, এই যে শ্রদ্ধাবোধ, কারও সঙ্গে এ রকম যোগাযোগ, এটা যখন খাঁটি হয়, তখন এভাবেই ফুটে ওঠে। কারণ, দুই দিকেই যখন নির্ভরতা থাকে। তার আমার কাছে কিছু চাওয়া-পাওয়া নেই, আমারও নেই তার কাছে। আমার কেউ পরস্পরকে নিয়ে ইনসিকিউরড নই। আমি স্রেফ এটাই বলতে পারি, যখন কাউকে কিছু বলতে চাই, আমি ব্যক্তিগতভাবেই তার সঙ্গে যোগাযোগ করি, এমনকি সেটা যদি তাকে সহায়তা করার ব্যাপারও হয়।
প্রতিশোধের ম্যাচে ভারতকে হারিয়ে সোজা হাসপাতালে যেতে হয় রিজওয়ানকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।