কণ্ঠ হুবহু নকল করতে পারবে স্যামসাং স্মার্টফোন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীর কণ্ঠ হুবহু নকল করতে পারবে স্যামসাংয়ের প্রযুক্তি। স্যামসাং মোবাইলের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী বিক্সবি অ্যাসিস্ট্যান্টে সুবিধাটি যুক্ত করেছে কোরিয়ান কোম্পানিটি।
এ ফিচারের আওতায় ব্যবহারকারীর পাঠানো টেক্সট (বার্তা) ভয়েসে মানে কণ্ঠে রূপান্তর করে শোনাবে বিক্সবি। ওই কণ্ঠটি হবে হুবহু ব্যবহারকারীর মতোই। মূলত অনেক সময় মিটিং কিংবা গুরুত্বপূর্ণ কাজে থাকলে কল ধরা সম্ভব হয় না। এ সময়ে অনেকেই কলারকে বার্তা পাঠান। ওই বার্তাটিই প্রেরকের কণ্ঠে স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে বিক্সবি।
ইতোমধ্যে কোরিয়ান ব্যবহারকারীদের জন্য এ সুবিধাটি নিয়ে এসেছে স্যামসাং। স্যামসাংয়ের সর্বশেষ বাজারে ছাড়া ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ২৩ সিরিজের তিনটি ডিভাইসেই মিলছে সুবিধাটি।
সুবিধাটি পেতে প্লেস্টোর থেকে ‘বিক্সবি কাস্টম ভয়েস ক্রিয়েটর’ অ্যাপ সংশ্নিষ্ট ডিভাইসে ডাউনলোড করতে হবে। সুবিধাটি স্যামসাংয়ের অন্য ডিভাইসের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্য অচিরেই উন্মুক্ত হবে।
https://inews2.zoombangla.com/chokh-marai-lackho-purush-ar/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।