স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বাংলাদেশ দল। টানটান উত্তেজনার এই ম্যাচের ফল নির্ধারণ হয়েছে শেষ বলে। যেখানে ভাগ্য হেসেছে বাংলাদেশের হয়েই।
বাংলাদেশের এমন টানটান উত্তেজনার ম্যাচ দর্শকদের উপর প্রভাব ফেলে বলে মন্তব্য করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘আজকের ম্যাচটা জেতা উচিতই ছিল বাংলাদেশের। নয়তো আমি সত্যিই খুব কষ্ট পেতাম। যদি এরকমটা না হতো, তাহলে কত ভক্তদের যে হার্ট অ্যাটাক হয়ে যেতো সেটার ঠিক নাই।’
তবে ৩ রানের জয়ে মন ভরেনি পাপনের।। বিসিবি সভাপতি বলেন, ‘ জিতলে তো ভালো লাগে। কিন্তু যে অবস্থা… টি-টোয়েন্টিতে আমরা এমন অনেকগুলো ম্যাচ হেরেছি।’
ডেথ ওভারের ব্যাটিং আর বোলিং নিয়ে বেশি হতাশা কাজ করছে পাপনের মনে। তিনি জানান, ‘শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি এমন বলার প্রশ্ন ওঠে না। মানে খুবই খারাপ অবস্থা। আমরা শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। যেকোনো দল এই ম্যাচ আরও বড় ব্যবধানে জিতত। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’
টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরে ছন্দহীন বাংলাদেশ দল ঘাটতিগুলো এখনও দূর করতে পারেনি বলে মনে করেন বোর্ড সভাপতি। তার ভাষায়, ‘টি-২০তে আমাদের যে সমস্যা রয়েছে এটা থেকে বের হতে পারছি না। এখনও ঐ সমস্যা রয়েই গেছে। তারপরও জিতেছে, ভালো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।