জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কত পরিচিত প্রিয়মুখ মৃত্যুকে আলিঙ্গন করেছেন তার হিসাব করতে গেলে হৃদয় ভারী হয়ে ওঠে। অস্বস্তিবোধ হয়, স্বজনদের মাতম চোখে ভাসে। হয়তো কেউ আক্রান্ত হয়ে হাসপাতালে আশ্রয় নিচ্ছেন নতুবা কেউ লাশ হয়ে ফিরছেন। মনের অজান্তেই এমন নেতিবাচক ভাবনা ভর করে বসে। ভাবনা আসে, কত অসহায় হয়ে একের পর এক প্রিয়জন হারাচ্ছে মানুষ!
যে হারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে এমন ভাবনা হওয়া অযৌক্তিক নয়। তবুও জোর করে মন থেকে নেতিবাচক চিন্তা সরানোর চেষ্টা করি। দুঃস্বপ্ন ঝেড়ে মুছে ফেলছে মানুষ। মানুষেরা এখনও নিজেদের জন্য বাসযোগ্য পৃথিবীর স্বপ্ন বুনছে।
সমস্ত পরিসংখ্যান, মৃতের সম্ভাব্য সংখ্যা সবকিছুতেই সন্দেহ ও অবিশ্বাসের ভান করছে। টিভি স্ক্রিনে স্বজন হারানো মানুষের বুক ফাটা কান্না আর চোখের জল দেখছে সকলে। দেখছে একদিনে আক্রান্ত বা মৃতের দিক দিয়ে রেকর্ডের গাণিতিক হিসেব।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে করোনাভাইরাস মোকাবিলায় পদক্ষেপ নিয়েছেন।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৫০৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। এছাড়া করোনায় আক্রান্ত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩১ জনে।
প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বর মাসে করোনা রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকেই স্থানীয় চিকিৎসক লি ওয়েনলিয়াং সবাইকে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু কখন তার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়। এ অভিযোগে তাকে শাস্তিও দেয়া হয়। এর একমাস পর চীনা কর্তৃপক্ষ করোনাভাইরাসকে চিহ্নিত করে। জানুয়ারির শেষদিকে উহানকে লকডডাউন দেয়া হয়। বন্ধ করে দেয়া হয় যোগাযোগব্যবস্থা। এরপর থেকেতো রীতিমতো বিষ্ময় চোখে চীনের দিকে তাকিয়ে থাকলো বিশ্ব। একে একে এই করোনা ছড়িয়ে পড়লো অন্যান্য দেশে। বাড়তে থাকে মৃত এবং রোগীর সংখ্যাও।
সম্প্রতি উহানের এক স্কুলছাত্র করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মা-বাবাকে হারিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ওয়েইবো’তে মা-বাবার সঙ্গে করোনার দিনগুলো কেমন কেটেছে তা জানিয়েছে দিনলিপিতে। জানা যায় প্রথমে তারা মা মারা গেছেন। এরপর মারা গেছেন বাবা। তারা মারা যাওয়ার পর সেও নিজেকে একজন করোনা রোগী আবিষ্কার করেছেন। এরপর থেকে এই দিনলিপি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।