আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান সামওয়াংয়ের রামেন নুডলসের কয়েকটি ফ্লেভারের বিক্রি বন্ধ করেছে ডেনমার্ক। দেশটির খাদ্য কর্তৃপক্ষের দাবি, নুডলসগুলো অনেক ঝাল। আর এতে নিরাপদ মাত্রার চেয়ে বেশি পরিমাণে ক্যাপসিসিনের উপস্থিতি পাওয়া গেছে।
মঙ্গলবার ডেনমার্কের খাদ্য কর্তৃপক্ষ এ নির্দেশ দেয়। এতে ক্রেতাদের এই নুডলস না কিনতে অনুরোধ করা হয়েছে।
অবশ্য সামওয়াংয়ের দাবি, খাবারটির মানে কোনো সমস্যা নেই। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলছে, ‘আমরা বুঝতে পারছি খাবারগুলোতে কোনো সমস্যার কারণে এগুলোর বিক্রি নিষিদ্ধ করা হয়নি, বরং নিষিদ্ধ হয়েছে এগুলো অনেক ঝাল হওয়ার কারণে। এই পণ্যটি সারা বিশ্বেই রপ্তানি করা হয়। তবে এবারই প্রথম এ কারণে এটির বিক্রি বন্ধ করা হলো।’
কোনো ঘটনার প্রেক্ষিতে ড্যানিশ কর্তৃপক্ষ এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে কিনা তা জানা যায়নি। দেশটির ভ্যাটেনারি অ্যন্ড ফুড অ্যাডমিনিস্ট্রেশন বলছে, তারা পণ্যগুলোর ক্যাপসিসিনের মাত্রা পরীক্ষা করেছেন। তাদের দাবি, এতে ক্রেতাদের শরীরে বিষক্রিয়া তৈরির শঙ্কা দেখা দিতে পারে।
ক্রেতাদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘আপনাদের কারও কাছে পণ্যটি থাকলে এগুলো যে দোকান থেকে কিনেছেন সেখানে ফেরত দেওয়া উচিত।
একই সঙ্গে পণ্যটি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে বলেও জানানো হয় বিবৃতিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।