কত ম্যাকরন আসলো গেল, ইসলাম সর্ব শ্রেষ্ঠ ধর্ম থেকেই গেল: পার্থ

জুমবাংলা ডেস্ক : মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামকে অবমাননা ও দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (নাজিউর) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং চিরকাল তিনিই থাকবেন।

এরকম কত ম্যাকরন আসলো গেল, ইসলাম সর্ব শ্রেষ্ঠ ধর্ম থেকেই গেল।
ব্যারিস্টার আন্দালিব রহমান আরো লিখেন, ফ্রান্স এর রাষ্ট্রপতি ম্যাকরন বাক স্বাধীনতার নামে ইসলামকে কটূক্তি কিংবা অপমান করার পক্ষে অবস্থান নিয়েছেন, অথচ তুর্কি রাষ্ট্রপতি ম্যাকরনকে মানসিক রোগী বলায় তুর্কি দুতকে ফেরত পাঠিয়ে দিয়েছেন, এখন আর ম্যাকরন বাকস্বাধীনতা চোখে দেখে না।

আসলে যারা ইসলাম এর বিরুদ্ধে তারা সবসময় মুক্তচিন্তা, বাকস্বাধীনতা , গনতন্ত্র এইসব ব্যাবহার করে ইসলাম কে অপমান করতো।

হাজার বছর ধরেই এই অপচেষ্টা চলে আসছে আর এতে করে ইসলাম এর কিছুই যায় আসে না।

মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব এবং চিরকাল তিনিই থাকবেন।