বিনোদন ডেস্ক : অভিনেত্রী অঞ্জনা রহমানের (৭৬) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়েদ খান। শনিবার (৪ জানুয়ারি) সোশ্যালে দেওয়া এক পোস্টে অঞ্জনার সঙ্গে তোলা দুটি ছবি শেয়ার করেন তিনি।
জায়েদ খান লেখেন, ‘কত স্মৃতি আপনার সাথে, কীভাবে ভুলবো? না ফেরার দেশে চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র শিল্পী অঞ্জনা সুলতানা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর পিজি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। শনিবার সকাল ১১টায় এফডিসিতে তার নামাজে জানাজা হবে। এর আগে শুক্রবার বিকেলে অঞ্জনার সন্তান নিশাত মনি জানিয়েছিলেন, পিজিতে সর্বোচ্চ চিকিৎসা চলছে। তবে অবস্থা ভালো নয়।
একাধারে অভিনেত্রী ও নৃত্যশিল্পী ছিলেন অঞ্জনা। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন থেকেই ছিলেন পর্দার আড়ালে। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত পাওয়া যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে। তিনি দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।