
জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহ শেষ পর্যন্ত প্রাণ নিল জামাই ও শাশুড়ির। পাল্টাপাল্টি ছুরিকাঘাতে তাদের দুজনই নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- টেকনাফ পৌরসভার ইসলামাবাদ ধুমপ্রাং বিল এলাকার মৃত ছৈয়দ হোসেনের ছেলে সোনা মিয়া (৩২) ও তার শাশুড়ি মৃত নবী হোসেনের স্ত্রী তাহামিনা (৪৫)।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএমএস দোহা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল দুপুরে পারিবারিক কলহের জের ধরে সোনা মিয়া ও তার শাশুড়ি তাহামিনার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোনা মিয়া শাশুড়িকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় জড়িয়ে পড়েন পরিবারের অন্য সদস্যরাও। এ সময় তার শ্যালক জাকির (১৬) এসে দুলাভাই সোনা মিয়াকে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে উভয়েই আহত হলে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। পরে বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



