কদিন আগেই ‘হিরো’ বনে এখন ভিলেন হচ্ছেন তিনি

জুমবাংলা ডেস্ক : প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার পিস্টলে রুপা জিতে আলোচনায় এসেছিলেন দক্ষিণ কোরিয়ার শ্যুটার কিম ইয়েজি। সে সময় কোরিয়ান নারী শুট্যারের ভিডিও দেখে মুগ্ধ শীর্ষ ধনী ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভবিষ্যদ্বাণী করেছিলেন একটি। মাস্কের করা সেই ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে।

প্যারিস অলিম্পিকে ৩২ বছর বয়সী শ্যুটার কিম ইয়েজি তাঁর শ্যুটিং দক্ষতায় নজর কাড়ার পাশাপাশি আলোচনায় এসেছিলেন তাঁর মেয়ের পুতুলের জন্য। মেয়ের পুতুল বাঁ হাতে নিয়ে ডান হাতে অনায়াসে শ্যুট করেছিলেন কিম, অলিম্পিকের চূড়ান্ত মঞ্চে মেয়ের প্রতি ভালোবাসা আর তাঁর এতটা আত্মবিশ্বাস সকলের মন জয় করেছিল।

১০ মিটার এয়ার পিস্টলে রুপা জেতা নারী শুটারের ভিডিও দেখে ইলন মাস্ক সে সময়ে পোস্ট করেছিলেন, ‘ও (ইয়েজি) কোনো অ্যাকশন মুভিতে নাম লেখাতে পারে। (কষ্ট করে) অভিনয় করার দরকার হবে না!’

অবশেষে মাস্কের করা সেই কথাই সত্য হতে যাচ্ছে। ৩২ বছর বয়সী ইয়েজি নাম লিখিয়েছেন ক্রাশ নামে একটি সিরিজে। যেখানে ভিলেন চরিত্রে ভাড়াটে খুনী হিসেবে অভিনয় করবেন ইয়েজি।

দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলভিত্তিক এন্টারটেইনমেন্ট ফার্ম এশিয়া ল্যাব কোরিয়ান এই শ্যুটারের সিরিজে নাম লেখানোর বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

সেই সিরিজে ইয়েজির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ভারতের অভিনেত্রী আনুশকা সেনকেও।

এশিয়া ল্যাব পৃথক এক বিবৃতিতে জানিয়েছে কী ধরনের চরিত্রে অভিনয় করবেন দুজন, ‘আমরা কিম ইয়েজি ও আনুশকা সেনের খুনি হয়ে ওঠার চরিত্র দেখতে রোমাঞ্চ বোধ করছি।’

অলিম্পিকে রৌপ্য জয়ের পর থেকেই আলোচনায় কিম ইয়েজি। দক্ষিণ কোরিয়ার এই শ্যুটার ইতিমধ্যে বিখ্যাত ফরাসি ব্রান্ড লুইস ভিতঁ-এর ম্যাগাজিনের ফটোশ্যুটও করেছেন।